���������������������-���-������������������������-������������������-������������������������������������-���������������������������-���������������-������������������������������������������
Wellcome to National Portal



Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ জুন ২০২১

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের চলমান প্রশিক্ষণসমূহ।


প্রকাশন তারিখ : 2021-06-10

 

ঢাকা ১০ জুন ২০২১: দেশের কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় কর্মরত শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা  বিভাগ। করোনা পরিস্থিতিতে প্রচলিত ফেস টু ফেস ব্যবহারিক প্রশিক্ষণের পাশাপাশি আয়োজন করা হয়েছে বিভিন্ন মেয়াদী অনলাইন প্রশিক্ষণ।  কারিগরি শিক্ষা ধারার শিক্ষকদের নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত করানো এবং তাদের শিক্ষণ  দক্ষতা বাড়িয়ে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে বিষয় ভিত্তিক  এবং প্যাডাগোজি  প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা নিয়ে বিদেশে গিয়ে  যাতে কাঙ্ক্ষিত মজুরি পাওয়া যায় সেজন্য  ইংরেজী ভাষা দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণেরও ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়াও মাদ্রাসা শিক্ষা আধুনিকায়নের অংশ হিসেবে এ ধারার শিক্ষকদের জন্য শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা, আরবি ও ইংরেজী ভাষা শিক্ষা কোর্স  এবং বিষয় ভিত্তিক প্রশিক্ষণের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য বাংলাদেশ কারিগরি শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট-এর তিনটি ভেন্যুতে স্বাস্থ্যবিধি মেনে কারিগরি শিক্ষকদের জন্য এসব প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, কম্পিউটার, সিভিল, মেকানিক্যাল ও পাওয়ার ট্রেডে ৬০ দিনব্যাপী এবং রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং ট্রেডে ৩০ দিনব্যাপী প্রশিক্ষণে মোট ২৪৯ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন যার অর্থায়ন হচ্ছে রাজস্ব খাত থেকে। প্যাডাগোজি প্রশিক্ষণে ৬০ জন ১০ দিনব্যাপী, ইংরেজি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্সে ৬৪ জন ২৬ দিনব্যাপী এবং সিবিটি এন্ড লেভেল-৪ এ ৭৩ জন ৩০ দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নিচ্ছেন যার অর্থায়ন রাজস্ব খাত ছাড়াও ৬৪টি টিএসসি প্রকল্প এবং আইএলও’র স্কিলস-২১ প্রকল্প হতে যোগান দেয়া হচ্ছে।

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত আরবি ভাষা শিক্ষা কোর্সে ৪টি ব্যাচে ১৩৪ জন, ইংরেজি ভাষা শিক্ষা কোর্সে ২টি ব্যাচে ৭০ জন, অধ্যক্ষদের জন্য শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে ৩৮ জন, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সে (বাংলা) ৪১ জন, এবতেদায়ী প্রধানদের শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা কোর্সে ৪৪ জন, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সুপারদের জন্য শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে ৩০ জন, শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্সে (এবতেদায়ী প্রধান) ৫৭ জন, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সে (এবতেদায়ী গণিত) ৩৫ জন এবং বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কোর্সে (এবতেদায়ী বিজ্ঞান) ৩৫ জন অংশ নিচ্ছেন।

চলমান এসব প্রশিক্ষণ সম্পন্ন হলে দেশের কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় গুণগত পরিবর্তন আরো গতিশীল হবে।