টিএমইডি এর প্রজাতন্ত্রের কতিপয় কর্মচারী ও বহিরাগত জনৈক জনাব মো: রবিউল ইসলাম এর বিরুদ্ধে সরকারি পত্র জালিয়াতি ও এগারো কোটি পঞ্চাশ লক্ষ টাকা দুর্নীতির মাধ্যমে আত্মসাৎ সংক্রান্ত দুর্নীতি দমন কমিশন হতে প্রাপ্ত অভিযোগের তদন্ত কার্যক্রমে উপস্থিতির নোটিশ।
ঢাকা জেলার ধামরাই উপজেলাধীন আবুল বাশার কৃষি কলেজ, টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলাধীন আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষণায়তন ও কলেজ এবং শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলাধীন ডা: সেরাজুল হক টেকনিক্যাল এন্ড কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট এর এমপিও'র ধরণ পরিবর্তন/সংশোধন সংক্রান্ত।
বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ [ভোকেশনাল, ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম), কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা] (২৩ নভেম্বর, ২০২০ পর্যন্ত সংশোধিত)-এর “পরিশিষ্ট-ঘ” এ উল্লিখিত সাধারণ (common) পদসমূহে নিয়োগ সুপারিশের জন্য কাম্য শিক্ষাগত যোগ্যতা সমতাকরণ সংক্রান্ত পরিপত্র।
বেসরকারি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত)-এর “পরিশিষ্ট-ঘ” এ উল্লিখিত সাধারণ (common) পদসমূহে নিয়োগ সুপারিশের জন্য কাম্য শিক্ষাগত যোগ্যতা সমতাকরণ সংক্রান্ত পরিপত্র।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এমপিও শাখার ভুয়া স্মারক ব্যবহার করে বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের দুটি আদেশের তথ্য অবহিতকরণ।